চাঁদপুর পৌর যুবলীগের বর্ধিত সভা

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি বলেছেন, আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন করে থাকেন, যদি দীপু মনির নেতৃত্বকে ভালবাসেন, তাহলে দলকে সুসংগঠিত করতে কাজ করতে হবে।

শেখ হাসিনার বক্তব্য যদি শুনে থাকেন তাহলে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সেজন্য আমাদের প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠন করা হবে। বিএনপি কেবল লাফায়, কি লাভ লাফ দিয়ে। যুবলীগ সুসংগঠিত হচ্ছে, আপনাদের লাফ দেয়া বন্ধ হয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার গঠন করতে যুবলীগ বলিস্ট ভূমিকা পালন করবে।

তিনি ৩১ জুলাই সোমবার বিকালে চাঁদপুর পৌর ৫ নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোহাম্মদ আলী মাঝি বলেন, দেশের মানুষ যখন শান্তিতে আছে তখন বিএনপি জামাত নির্বাচনের নামে দেশে নৈরাজ্য সৃর্ষ্টি করছে। তারা কর্মসুচির নামে ঢাকায় অবস্থান করে ২০১৪ সালের আগুন সন্ত্রাসে ফিরিয়ে আনছে। আমাদের তাদের এ নৈরাজ্য, আগুন সন্ত্রাস রাজপথে মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটা দেখে স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসরদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে দৃষ্টতা দেখিয়েছে। তার এদেশে আরেকটি ১৫ আগস্টের জন্ম দিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এসব রাষ্ট্রদ্রোহী পরাজিত শক্তিদের মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার আছে। রাজপথেই তাদেরকে মোকাবেলা করা হবে।

ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শরিফ খানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোস্তফা বেপারীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।

সম্পর্কিত খবর