গুনরাজদীতে স্ত্রী নিখোঁজ:সন্ধান চেয়ে পুলিশের কাছে স্বামীর আবেদন

চাঁদপুর শহরের গুনরাজদী ছোটমেয়ে সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় পুলিশ সুপার বরারর অভিযোগ করছেন স্বামী দেলোয়ার হোসনে বেপারী।

এ ঘটনায় গত ২৮ ইং জুলাই (শুক্রবার) চাঁদপুর পুলিশ সুপার বারাবর অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে ২৫ ইং জুন (রবিবার) ওই গৃহবধূ নিখোঁজ হন।

অটো চালক দেলোয়ার হোসেন বেপারী বলেন, বিগত ১৫ বছরের আমাদের সুখের সংসারে ২টি সন্তান রয়েছে। দীর্ঘকাল সুখের শান্তিতে ঘর সংসার করাকালীন আমার স্ত্রী বিগত কয়েক মাস দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথাবার্তা বলতো। উক্ত বিষয়ে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে আমাকে কিছু বলতো না। বরঞ্চ আমার উপর ক্ষিপ্ত উত্তেজিত হইতো। আমার কোন কথায় কর্নপাত করিতো না।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিগত ২৫ ইং জুন (রবিবার) দুপুর ১:০০ টার সময় আমার অনুপস্থিতিতে আমার ছোট মেয়ে সহ কোথায় যেন পালিয়ে যায়।

আমি আমার কর্ম হইতে বাড়িতে আসলে আমার স্ত্রীকে খুঁজে না পেয়ে আমার শ্বশুর ও শাশুড়ি কে অবগতি করি। তারা আমাকে বলে আমার মেয়ে তোমার ভাত খাইবে না তুমি অনর্থায় বিবাহ করিয়ে নাও। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ খবর আমি পাচ্ছি না।

দেলোয়ার আরো বলেন, ‘আমাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। পরিবার নিয়ে সুখে সংসার চলছিল। এখন সব তছনছ হয়ে গেল। আমার বড় মেয়ে মা জন্য কাঁদছে। আমি আমার স্ত্রী ও ছোট মেয়েকে ফিরে পেতে চাই। আগের মতো তাদের নিয়ে সুখের সংসার করতে চাই।’

এ বিষয়ে জানতে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।

 

সম্পর্কিত খবর