চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে অফিসের প্রধানদের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলায় নব যোগদান কৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সাথে জেলার বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ শুভেচ্ছা বিনিময় করেছেন।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন পিবিআই পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার,

চাঁদপুর সদর হাসপাতালের তত্ববধায়ক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার, উপ-পরিচালক পাসপোর্ট অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্টেশন মাস্টার, সহকারী পরিচালক জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইন্সপেক্টর বিআরটিএ, জেলা কালচারাল অফিসার, জেলা গণগ্রন্থাগারিক অফিসার, সমাজসেবা অফিসার, নিরাপদ খাদ্য অফিসার, জেলা জনশক্তি অফিসার,

জেলা কৃষি বিপণন কর্মকর্তা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জেলা আবহাওয়া বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, সহকারিক নেটওয়ার্ক ইন্জিনিয়ার ও পৌর কমিউনিটি পুলিশ চাঁদপুরগণ।

এসময় চাঁদপুরের অতিরিক্তপুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর