বিশেষ প্রতিনিধি : কোন প্রকার হয়রানি ছাড়াই মাত্র ১০ টাকায় রোগীদের তাৎক্ষণিক সব ধরনের দ্রুত সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচ তলায় চালু করা হয়েছে ১০ শয্যার ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার ।
যেখানে ২৪ ঘন্টা ডাক্তার নার্স উপস্থিত থেকে রোগী সুস্থ না হওয়া পর্যন্ত সেবা দিচ্ছেন। তবে বর্তমানে এখানে ডেঙ্গু রোগীদের প্রাধান্য দেয়া হচ্ছে । তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য কোথাও যেতে হচ্ছেনা।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান বলেন,সারাদেশে এটিসহ ৫টি সরকারি হাসপাতালে এমন ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার চালু রয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার চালু করা হয়।
তিনি আরও জানান,যেসব রোগী হাসপাতালের জরুরী বিভাগে আসার পর যাদের অবস্থা বেশি গুরতর হবে তাদেরকেই এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে রাখা হয়। একজন রোগীকে ২৪ ঘন্টা পর্যন্ত অবজারভেশনে রাখার পর ভালো না হলে তাকে উপরে ওয়ার্ডে কেবিনে পাঠানোর ব্যবস্থা করা হয় ।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম,পিপি অ্যাড. রঞ্জিত রায় চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।