চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে বরণ করো হয়েছে।
গতকাল ২৮জুলাই (শুক্রবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুরে নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম, বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৫ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সর্বশেষ ভোলা জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।