শাহতলী জোবাইদা বালিকা উবিতে ২জন এ+সহ সন্তোষজনক ফলাফল

চাঁদপুর খবর রিপোট: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন সারাদেশে একযোগে প্রকাশিত এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২জন এ+ সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

এর মধ্যে ২জন এ+, ১০জন এ গ্রেড, ০৫জন এ-, বি গ্রেড-২জন, ৭জন সি গ্রেড, ১জন ডি গ্রেড পেয়েছে।পাশের হার ৬৫.৮৫% ।

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো ১। সুমাইয়া লাভন্য ইভা, পিতাঃ জাহাঙ্গীর আলম, মাতাঃ লাভলী বেগম, গ্রামঃ পাইকদী, বোর্ড রোল নং -১৭৫২২৭, রেজিঃ ২০১১৪৩৮৭০৩ ২। ফারহানা মাসুদ এ্যানি, পিতাঃ মাসুদ রানা, মাতাঃ আফরোজা আক্তার, গ্রামঃ পাইকদি, বোর্ড রোল নং- ১৭৫২২৮, রেজিঃ ২০১১৪৩৮৭০৪।

এদিকে, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর