চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় ৬জন এ+ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।
এর মধ্যে ৬জন এ+, ২০জন এ গ্রেড, ২০জন এ-, বি গ্রেড-১জন পেয়েছে।পাশের হার ৮৭% ।
এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো ১। মাহমুদুর রহমান ২। আ: করিম ৩। মারিয়া আক্তার রাহা ৪। ফাতেমা আক্তার রিপা ৫। সাউদা খাতুন ৬। নাদিয়াতুন নুর নাবিলা।
এদিকে, মাদরাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ শিক্ষকবৃন্দ।