চাঁদপুরে যুবলীগ নেতা কামরুল হাসান টিটু স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা যুবলীগের নেতা কামরুল হাসান টিটু ভূইয়ার স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে।

গতকাল ২৮ জুলাই শুক্রবার ৩টায় মরহুমের কামরুল হাসান টিটু ভূইয়ার রুহের মাগফেরাত কামনায় ১১ নং ওয়ার্ডের মধ্য ইচলী তার নিজ বাড়ীতে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে। দোয়ো মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- চাঁদপুর ৩ আসনে সংসদ সদস্য ও গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় যুবলীগের নেতা মরহুম কামরুল হাসান টিটুর বউ ছেলেসহ পরিবার সাথে সাক্ষাৎ করেন এবং পরিবারের সকলের সাথে সমবেদনা জানান।

উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করেন চাঁদপুর জেলা তরিকত ফেডারেশন সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর সভার মেয়র এডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ারিং আব্দুর রব ভূইয়া,চাঁদপুর জেলা আওয়ামী সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল।

এছাড়া উপস্থিত ছিলেন – বিশিষ্ট ব্যাংককার ইউসুফ আলী পাটোয়ারী রিপন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হােেসন এসডু, এডঃ মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এডঃ সাইফুদ্দিন বাবু,

চাঁদপুর জেলা ছাত্র লীগের সভাপতি জহির ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলার যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, কাউন্সিলর সফিকুল ইসলাম, কাউন্সিলর শোয়ব হোসেন, কাউন্সিলর আঃ মালেক, কাউন্সিলর ইকবাল হােেসন বাবু, সদর উপজেলার যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, জেলা যুবলীগ সদস্য আঃ গনি গাজী, নজরুল ইসলাম বাদল, মালেক মাষ্ঠার, জিয়াউল আমিন দীপু, যুবদল নেতা বাদল বেপারী,

সদর থানা শ্রমিকগীলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন মিয়াজী, ইব্রাহিম হোসেন, চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান, বালু ব্যবসায়িক কামরুজ্জামান স্বপন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হােেসন ভূইয়া, জাহাঙ্গীর বেপারী, মিন্টু পাটওয়ারী, যুবনেতা কালা বেপারী, ওয়াসিম, আবু সুফিয়ান হাওলাদার, মনির রাড়ি, পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী,

মরহুম কামরুল হাসান টিটুর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন মধ্য ইচলী ভূইয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াদুদসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আত্মীয়-স্বজন ও গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন।

সম্পর্কিত খবর