চাঁদপুরবাসীর জন্য বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদের বার্তা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর বিদায়ী পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) গতকাল ২৭জুলাই দায়িত্ব হস্তান্তর করেছেন।

দায়িত্ব হস্তান্তর কালে চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) এক বার্তায় বলেন, দীর্ঘ ২বছর ৪মাস আপনাদের সেবার মহান ব্রত নিয়ে এই জেলার পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত ছিলাম।

কাজ করতে গিয়ে অনেককে হয়তো কাঙ্খিত মানের সেবা দিতে পারেনি অথবা যদি কারো মনে নিজের অজান্তে কোন কষ্ট দিয়ে থাকি সে জন্য দুঃখ প্রকাশ করছি। আমার সাথে যে সকল সহকর্মী আমার কাজে সব সময় সহায়তা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, সেই সাথে প্রিয় চাঁদপুরবাসী বিশেষ করে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সর্বোপরি আপামর জনসাধারণ আপনাদের সর্বাত্বক সহযোগিতা আকুণ্ঠ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।

আমার পরবর্তী কর্মস্থল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। আমার জন্য দোয়া করবেন চাকরির পরবর্তী দিনগুলি যেন নিষ্ঠার সাথে এবং শারীরিক সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করতে পারি। আপনাদের দোয়া এবং আকুণ্ঠ ভালোবাসা আমার সারা জীবনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আপনারা ও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

 

সম্পর্কিত খবর