
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের বাড়ির বায়জিদ ও নাজিমের হামলার শিকার হয়েছে একই এলাকার মনের দর্জি। এ বিষয়ে চাঁদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়,গত ২৬ জুলাই বুধবার আনুমানিক রাত সাড়ে দশটায় সাবেক মেম্বার পদপ্রার্থী মনির দর্জি এলাকার ময়দান খোলা হাজী বাবুলের দোকানে সদায় কিনতে গেলে ওত পেতে থাকা খান বাড়ির বায়জিদ, নাজিম উদ্দিন, দাসদী এলাকার বোরহান খান তার উপর অতর্কিত হামলা করে।
এতে মনির দর্জির মাথায় ও বুকে আঘাত পায়। তাৎক্ষণিক স্থানীয এলাকার জনগন এগিয়ে আসলে তারা দুইজন পালিয়ে যায়।
জানা যায়, পূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে পরাজিত প্রাথী মনির দর্জির উপর তারা হামলা করে। মনির নির্বাচন করায় তাদের নাকি অনেক টাকা খরচ হয়েছে। ভবিষ্যৎে মনিরকে দেখিয়ে দিবে বলে হুমকি দেয়। এরা এলাকায় বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেয় বলে অভিযোগে জানা যায়। তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এলাকার লোকজন তাদের ভয়ে কিছু বলতে সাহস পায় না। তাছাড়া মনিরের পিতা মাতাকেও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
বতমানে মনির ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।