চাঁদপুর ডিএনসির পক্ষ থেকে ডিসি কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর খবর রির্পোট: ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স চাঁদপুরের অনন্য অর্জন জাতীয় মৎস্য পদক ২০২৩ চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মৎস্য পদক পাওয়ায় চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল ২৬জুলাই (বুধবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসান মৎস্যপদক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপু্র এর সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

গত ২৫জুলাই মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখায় চাঁদপুর জেলা প্রশাসক টাস্কফোর্স কে জাতীয় মৎস্য পদক ২০২৩ এ ভূষিত করা হয়।

জাতীয় সংসদের স্পীকার ডা: শিরিন শারমিন চৌধুরী এমপির কাছ থেকে মৎস্য পদক গ্রহন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উক্ত টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য পুলিশ সুপার, চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে: মাশহাদ।

 

 

সম্পর্কিত খবর