ফারুক হোসেনঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর ওই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
নির্বাচন নিয়ে কে কি বললো, এটা বড় কথা নয়। হোক দেশি কিংবা বিদেশি, এদের কারো কথায় নয়, আমাদের পবিত্র সংবিধান অনুযায়ি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, সংবিধানেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে।
মঙ্গলবার(২৫ জুলাই) দুপুরে মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটানা তিন বার এই সরকার ক্ষমতায়। এই সরকারের ৩য় মেয়াদ প্রায় শেষের দিকে। সামনে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা সরকারের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। যা বর্তমানে দৃশ্যমান। এমন কোনো খাত নেই উন্নয়ন হয়নি। এ উন্নয়নে দেশের জনগণ আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে। আমরা যে বাংলাদেশ সৃষ্টি করেছি এটা আরও উন্নত হবে। সারা পৃথিবীতে আমরা মর্যাদাশীল জাতি হয়ে মাথা উঁচু করে কথা বলবো।’
প্রতিমন্ত্রী আরে বলেন বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে, সেভাবেই কাজ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। সামনে নির্বাচন, জাতীয়-আন্তর্জাতিকভাবেও অনেক চক্রান্ত হবে। একটা দেশ দ্রুত এত উন্নতি করুক। অনেকেই তো এটা চায় না। কাজেই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে।
অনুষ্ঠানে ইউএনও আশরাফুল হাসানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়ের আরিফ উল্ল্যাহ সরকার, উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদউল্লা প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখায়াত সরকার মুকুল,
ছেংগারচর পৌর আওয়ামীলীগ সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, পৌর আওয়ামীলীগে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রতন ফরাজি, ষাটনল আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম ভুলন,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফাত উল্লাহ দর্জি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল্লাহ সরকার, ইঞ্জিনিয়ার জামাল হোসেন।