স্টাফ রিপোর্টার: বদলিজনিত বিদায় উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
গতকাল ২৫ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাষ্ট্রের সদস্য সচিব আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এসময় বিদায়ী পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) বাগাদী ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরে মাদক র্নিমূলে চেয়ারম্যান ও মেম্বারদের পুলিশের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখতে অনুরোধ জানান।
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বাগাদী ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন পাটওয়ারী, মুনসুর খান, ফজলুল হক বেপারী, ইলিয়াছ খান, দুদু কাজী, মনির হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন খান, আওয়ামী লীগ নেতা আবু মিয়াজী, ইউপির আইটি ইনচার্জ ইউসুফ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুসিলম মিয়াজী, মামুন পাটওয়ারী প্রমুখ।