চাঁদপুর ডিসি কামরুল হাসানের জাতীয় মৎস্য পদক অর্জন

চাঁদপুর খবর রির্পোট: মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় মৎস্য পদক ২০২৩ এ ভূর্ষিত হয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

গতকাল ২৫জুলাই (মঙ্গলবার) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম পি’র সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র কাছ থেকে জাতীয় মৎস্য পদক ২০২৩ পদক গ্রহন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

উল্লেখ্য, মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখায় চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক কে জাতীয় মৎস্য পদক ২০২৩ এ ভূষিত করা হয়। জেলা প্রশাসক এই পদক ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাস্কফোর্সের সদস্য চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে: মাশহাদ।

সম্পর্কিত খবর