মোঃ হোসেন গাজী: নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ শ্লোগানে হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহে ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে হাইমচর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন,আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই মঙ্গলবার সকালে হাইমচর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির প্রধানিয়া, উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন,হাইমচর সরকারি মহাবিদ্যালয় প্রাক্তন অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা,
হাইমচর উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফিজ আহম্মদ, নীলকমল ইউনিয়নের নৌ পুলিশ ফার্ড়ির পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান, নজরুল ইসলাম ফকির।
এসময় উপস্থিত ছিলেন উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী, হাইমচর উপজেলা মৎস্যজীবী লীগের আহব্বায়ক বাবুল পেদা, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোক্তার আহমেদ দর্জি, সালাহ উদ্দিন, ইউপি সদস্য আলী আহমেদ দেওয়ান, নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি নাননু দেওয়ান প্রমুখ।
কোরআনা তেলাওয়াত কেরেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মেহেদী হাসান।