মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও এম এম নুরুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অর্থনীতিবীদ এম এম নুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিদ্যালয় মাঠে এ স্বরণ সভা করা হয়। প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মন্জুরুল হক শোয়েব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, তিনি একজন সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী ছিলেন। তাই ১৯৯৭ সনে এলাকার মানুষের কথা চিন্তা করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। এতে উপজেলার বেশ ক’টি গ্রামের ছাত্র-ছাত্রীরা এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করতে পারছেন এবং শিক্ষা গ্রহন করে দেশ বিদেশে বিভিন্ন ভালো অবস্থানে রয়েছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। বিগত সরকারের আমলে এত উন্নয়ন হয়নি যা জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে। দেশের প্রায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় ভবন হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা দিতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের গর্ব শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপিও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের উন্নয়নে দীপু আপা ব্যাপক ভূমিকা রেখে চলছেন। পরিশেষে আমরা জাতির জনক বঙ্গবন্ধুসহ বিশিষ্ট অর্থনীতিবীদ এম এম নুরুল হক সাহেবের রুহের মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সুস্বাস্থ্য কামনা করছি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা কথাসাহিত্যিক ও লেখক জেসমিন মুন্নি, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সোবহান মাষ্টার, প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে গাজী মোঃ মহসিন।
উক্ত স্বরণ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারীর স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবেদ শাহ, প্রতিষ্ঠাতার সহধর্মিণী মন্জুরা বেগম, চাঁদপুর লেডি প্রতীমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াদ হোসেন, সফরমালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে মরহুম এম এম নুরুল হক এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মনজুরা ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এর মোহতামিম মোঃ মোস্তফা কামাল।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ভোর ৪টা ১০ মিনিটে ঢাকা উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। ওই দিনই সন্ধ্যায় তাকে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ১৯৯৭ সালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের পাশে মনজুরা ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এবং আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। কর্মজীবনে তিনি দেশের খ্যাতিনামা সাতটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।