২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের মুলতবি সভা

স্টাফ রিপোর্টারঃ আগামী ২৭ জুলাই দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবাষিকী পালন করার লক্ষ্যে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল ২৪ জুলাই জেলা আঃলীগ কার্যালয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র এ্যাড,হেলাল, উক্ত প্রস্তুতিমুলক সভাটি গতকাল মুলতবি করেন সভাপতি হেলাল হোসেন।

তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় শুরু হওয়া মুলতবি সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি হাবিবুর রহমান লিটু, জাহিদুর রহমান জাহিদ,ফারুক হোসেন ভুইয়া,মাঈনুদ্দিন আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, ক্রিড়া সম্পাদক আবদুল মবিন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম,

প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, উপ আইন বিষয়ক এড, খোরশেদ আলম শাওন, মতলব দক্ষিণ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, সদস্য আবু সায়েম,শুভাশিষ ঘোষ শ্রী গুরু। উপস্থিত ছিলেন, উজ্জ্বল হোসেন, নাছির উদ্দীন নিশান,সাজ্জাদ হায়দার, কিরন ভুইয়া, মাহমুদ, খলিল, হোসেন, জুয়েল কান্তি নন্দু,

মহসিন পাটোওয়ারী,দাদন বীন আলমগীর,প্রমুখ। সভায় সাধারণ সম্পাদক ও সভাপতি আগামী ২৭ জুলাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এবং সভায় বক্তারা আগামী ২৭ জুলাই তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে ব্যাপকভাবে পালন করার জন্য মতামত ব্যক্ত করেন। এছারা সভায় পৌর, সদর ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর