পশ্চিম সকদি উবি পরিদর্শনে শিক্ষা অফিসার কামাল হোসেন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ২৪জুলাই (সোমবার) পশ্চিম সকদি দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়নের অংশ হিসেবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ণ ট্রাসক্রিপ্ট প্রনয়ন (সমস্যা ও সমাধান) বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

তিনি বলেন, ডেংগু প্রতিরোধ, বৃক্ষ রোপণ, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতি, ল্যাব, লাইব্রেরি ব্যবহার, PBGSI এর অনুদান ব্যয়ের নীতিমালা অনুসন্ধান, সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়ন, মিড ডে মিল বাস্তবায়ন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হান্নানুর রহমানসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত খবর