চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪জুলাই (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

চাঁদপুর জেলা পুলিশ “এ” টিমের অধিনায়কত্ব করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এবং “বি” টিমের অধিনায়কত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।

“বি” ক্রিকেট টিমকে ৪৫ রানে পরাজিত করেন “এ” ক্রিকেট টিম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর