চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের নাম ব্যবহার করে
অজ্ঞাতনামা কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে অফিসিয়াল ফেসবুক আইডির অনুরূপ একটি ফেইক আইডি ব্যবহার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
গত ১৭জুলাই চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় সহকারি (সিএ) মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে এ জিডি এন্টি করা হয়। যার জিডি নং-১১২২, তারিখ-১৭/০৭/২০২৩ইং।
জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ এর নাম ব্যবহার করে অফিসিয়াল ফেসবুক আইডির অনুরূপ তাহাঁর নাম ও ছবি ব্যবহার করিয়া একটি ফেইক আইডি ব্যবহার করে আসছে। যার লিংক- https://www.facebook.com/profile.php? id=100088903940906&mibextid=ZbWKWL। অফিসিয়াল আইডিতে পোষ্টকৃত ছবি এবং তথ্য সমূহ কপি করে উক্ত ফেইক আইডিতে ব্যবহার করে এটিকে প্রকৃত আইডি হিসেবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার অপচেষ্টা করা হচ্ছে।
বিষয়টি ১৭জুলাই রাত ১০টায় সময় উপজেলা নির্বাহী অফিসার সহ অনেক মানুষের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত ফেইক আইডির মাধ্যমে সমাজে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করা হতে পারে। এমনকি প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করা হতে পারে মর্মে প্রতীয়মান হয়।
তাই উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জিডি এন্টি করা হয়েছে।