কচুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব কচুয়াঃ ‘সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন’ এই স্লোগানে কচুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও বিভিন্ন সেবা সার্ভিস নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল,

যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর