চাঁদপুর খবর রির্পোট: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩জুলাই (রবিবার) শাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিজি, হামানকর্দ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মৈশাদী ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি সুরন্জিত কর, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রীগণ।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পর্যায়ে চ্যাম্পিয়ন মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় হামানকর্দ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয় দক্ষিন মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।