চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয় এর আওতাভূক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫ তম ব্যাচের ৬মাস (জুলাই – ডিসেম্বর ২০২৩) মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিকস এন্ড মাল্টিমিডিয়া এবং আমিনশীপ কোর্সের প্রশিক্ষণার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
গতকাল ২৩জুলাই (রবিবার) চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র কম্পিউটার ল্যাবের অধ্যক্ষ ও সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত সকল প্রশিক্ষণার্থীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো, স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোর্সের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করা হয়।
চাঁদপুর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এর প্রশিক্ষক জি এম ইমরান হোসেন এবং মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন।