পুরানবাজার বাউবি’র সিনিয়র শিক্ষিকা কানিজ বতুল চৌধুরীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কানিজ বতুল চৌধুরী গতকাল শনিবার ২২ জুলাই সকাল সোয়া ৭ টায় চাঁদপুর রহমতপুর কলোনির নিজ বাসায় ইন্তেকাল করেন ( ইন্না ……. রাজেউন ) ।

মৃত্যুকালে তাঁর বযস ছিল ৫৪ বছর । তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন ।

সিনিয়র শিক্ষিকা কানিজ বতুল চৌধুরীর দাফন গতকাল বিকেল আছরবাদ রহমতপুর কলোনীর জামে মসজিদে নামাজে জানাজা শেষে পৌরসভার কবরস্থানে সমাধিস্থ করা হয়। তাঁর জানাজায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন , বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.বিল্লাল হোসেন,

কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন , বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদরের সাধারণ সম্পাদক মো.মুজাম্মেল হোসেন ঢালী,পুরান বাজার বাউবি’র প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও তার শিক্ষকগণ, চাঁদপুরের বিভিন্ন শিক্ষক, পৌরসভার কমিশনার এবং রহমতপুর আবাসিক এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

কানিজ বতুল ১৯৬৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে সর্বপ্রথম সহকারী শিক্ষক হিসেবে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন । ১৯৯০ সাল থেকে তিনি চাঁদপুরের প্রতিটি শিক্ষক আন্দোলনে নারী নেতৃত্বের অগ্রজ ছিলেন ।

তিনি জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের মহিলা বিষয়ক সম্পাদক, সদরের সভাপতি এবং বর্তমানকাল পর্যন্ত সংগঠনের সহ-সভাপতি ছিলেন।

 

সম্পর্কিত খবর