মতলব দক্ষিনে মাদক সম্রাজ্ঞী রাজিয়াসহ আটক ২

গোলাম সারওয়ার সেলিম ঃ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী রাজিয়া সুলতানা (৫৫) ও আব্দুল খালেক(৪৫) নামক আরেক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৮ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গত ২৩ জুলাই দুপুর দেড়টায় নায়েরগাঁও বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাজিয়া সুলতানা মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারস্থ পাটন গ্রামের সফিকুল মিজীর স্ত্রী ও আবদুল খালেক দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

এছাড়া তিনি নায়েরগাঁও বাজারের টেনু সওদাগরের মেয়ের জামাই। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক সেন্টু রন্জন দাস ও মোঃ পিয়ার হোসেন।

অভিযানে নেতৃত্ব প্রদানকারী চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ দিদারুল আলম বলেন, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নায়েরগাঁও বাজারের মাদক সম্রাজ্ঞী রাজিয়া সুলতানার নিজ বসত ঘরে তল্লাশি করে রাজিয়া সুলতানার কাছ থেকে ৮০০ পিচ ও একই বাজারে অভিযান চালিয়ে খালেক নামক আরেক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ২০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর