চাঁদপুর খবর রির্পোট: গতকাল ২২জুলাই ছিলো চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপির কৃতিসন্তান র্স্বণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব শেখ আব্দুল মান্নান এর প্রথম মৃত্যুবার্ষিকী।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার মরহুমের শ্বশুর বাড়ীর মসজিদে মিলাদ ও দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় ।
জানা গেছে, মরহুম আলহাজ্ব শেখ আব্দুল মান্নান জীবদ্দশায় ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও ৩বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সফলভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য তিনি রাষ্ট্রপতি পদকে ভূষিত হন। তিনি একদিকে একজন সফল ব্যবসায়ী, সফল রাজনীতিবিদ, অভিজ্ঞ প্রশাসক, জনপ্রতিনিধি, দক্ষ সংগঠক, দানবীর এবং ন্যায় বিচারক ছিলেন।
এদিকে ৬নং মৈশাদী ইউপির কৃতিসন্তান র্স্বণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব শেখ আব্দুল মান্নান এর প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সোহেল রুশদী ।