চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ডাটরা শিবপুর আদর্শ স্পোটিং ক্লাবের আয়োজনে মাদকবিরোধী মিনি ফুটবল টূর্ণামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১জুলাই (শুক্রবার) ডাটরা শিবপুর মাদ্রাসার মাঠে বিকাল ৪টায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃ মোঃ শফিকুর রহমান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক নিরোধ কমিটি, শিবপুর, ১০ নং ইউনিয়ন, ডাটরা হাজীগঞ্জ, চাঁদপুর এর সভাপতি মোঃ হোসেন গাজী।
এসময় টুর্ণমেন্ট বিজয়ী দল ও রানার্সআপ দলকে ট্রপি তুলে দেন টূর্ণামেন্টের প্রধান অতিথি চাঁদপুর মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলমসহ অন্যান্যরা।