চাঁদপুর খবর রার্পোট: চাঁদপুর ডিএনসি’র মাদক বিরোধী অভিযান ২কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
১৯জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলমের সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় এবং পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত টীম কচুয়া থানাধীন খাজুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ এলাহি বাহাদুর (৪২) কর আটক করে।
তার পিতা-মৃত আব্দুল মানিক বাহাদুর, মাতা-পিয়ারা বেগম, স্থায়ী সাং-পঞ্চবেকী (সাদেমান হাজী বাড়ী) , ওয়ার্ড নং-৪, ১নং বলদিয়া ইউনিয়ন, থানা-নেছারাবাদ (স্বরূপকাঠি), জেলা-পিরোজপুর। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাঁদপুর ডিএনসির পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।