স্টাফ রিপোর্টার: চাঁদপুরে লেখকদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২১জুলাই শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।
খেলায় লেখকরা গল্পকার একাদশ ও কবি একাদশ নামে দুই দলে ভাগ হয়ে মাঠে নামেন। এতে গল্পকার একাদশকে হারিয়ে বিজয়ী হয় কবি একাদশ। গল্পকার একাদশ নির্ধারিত ১৬ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করে। গল্পকার একাদশের পক্ষে কাদের পলাশ সর্বোচ্চ ৬৯ রান করেন।
এরপর ১৫০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কবি একাদশ ১০ ওভার ৩ বল খেলে ১উইকেট হারিয়ে বিজয় অর্জন করে। তাদের পক্ষে দেওয়ান মাসুদ রহমান ৫৪ এবং সাদমান শরীফ ৪৭ রানে অপরাজিত থাকেন।
গল্পকার একাদশে ছিলেন : পীযূষ কান্তি বড়ুয়া,
কাদের পলাশ, আশিক বিন রহিম, এইচএম জাকির (অধিনায়ক), মুহাম্মদ ফরিদ হাসান, সঞ্জয় দেওয়ান, আরিফ রাসেল, মনিরুজ্জামান বাবলু, এএম সাদ্দাম হোসেন ও রাকিবুল হাসান।
কবি একাদশে ছিলেন : মোখলেছুর রহমান ভুঁইয়া, ম. নূরে আলম পাটওয়ারী, মাইনুল ইসলাম মানিক (অধিনায়ক), আরিফুল ইসলাস শান্ত, দেওয়ান মাসুদ রহমান, সুমন কুমার দত্ত, নিঝুম খান, পলাশ দে, সাদ আল-আমিন ও শাদমান শরীফ।
খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।