স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা নৌ-যান মালিক সমিতির অফিস (ট্রাক ঘাট) নিজস্ব কার্যালয়ে আজ সকাল ১০ টায় থেকে ৩ টা পযন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন পদে মাটে ২৫ জন, প্রার্থীর ১ জন প্রার্থী মাটে ১২ টা ভোট, ভাটোর সংখ্যা ১ শ ৩১ জন।
এর মধ্যে সভাপতি পদ- প্রার্থী তিনজন, এরা হলে- চাঁদপুর সদর ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সমাজসেবক মাঃ মিজানুর রহমান খান- মার্কা- (চেয়ার), আব্দুর রব ভূইয়া -(বাই সাইকেল), শাহাবুদ্দিন মিয়াজী লিটন- (ছাতা), সহ- সভাপতি পদ- প্রার্থী ৩ জন, এরা হলে-আহসানউল্লা খান-(হাসান) (গালোপফুল), আবুল কামাল -(দােেয়ত কলম),
হুমায়ুন কবির স্বপন -(তলোয়ার), সাধারণ সম্পাদক পদ-প্রার্থী ৫ জন এরা হলেন, মাঃে সেলিম খাঁন-( মাছ) হাবিব মোল্লা (হারিকেন), নাছির আহম্মদ ভূঁইয়া- (গরুর গাড়ি), মোঃ মাহফুজুর রহমান টিপু-( আনারস), হারুনর অর-রশীদ- (মোমবাতি), কোষাধক্ষ্য পদ-প্রার্থী হলেন- ৩ জন আমিন ইসলাম রনি (খেজুর গাছ), কামরুজ্জামান স্বপন ভূঁইয়া (ঘড়ি), শহিদ উল্লাহ ভূইয়া (আম), সদস্য ১২ জন পদ-প্রার্থী হলেন- মোঃ আলমগীর-(হাঁস),
মোঃ আবুল কালাম পাঠান -(টেবিল), আঃ রশিদ পাটওয়ারী সবুজ-(ঘুড়ি), মোঃ খাজা আহম্মদ ভূইয়া -(পদ্মফুল), মোঃ জাকির খাঁন-(কলস), মোঃ নজরুল ইসলাম চৌধুরী -(বালতি), মোঃ তালহা খাঁন -(মোবাইল), ফরিদ আহম্মদ খান শিপন -(টেলিভিশন), মোঃ ফারুক হােেসন -(চাকা), মোঃ মুকবুল হোসেন গাজী-(রিকশা), মোঃ রুহুল আমিন – (উড়োজাহাজ), মোঃ শাহজাহান পাটওয়ারী -(টেবিল ল্যাম্প)। কমিশানর সূত্রে
জানা যায়, আজ ২২ জুলাই-২০২৩ আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাঁদপুর নৌ-যান মালিক সমবায় সমিতির একটি গ্রহনযাগ্যে এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবে এবং সমিতির সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করছি।