স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ বিকেলে বাজার তদারকির নিয়মিত অংশ হিসেবে চাঁদপুর সদর হাসপাতালের সামনে অবস্থিত ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪ হাজার টাকা, সুমি মেডিকেল হলকে ৪ হাজার টাকা, এবং শ্যাম ফার্মাকে ৪ হাজার টাকাসহ সর্বমোট তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম সহযোগিতা করেন। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।