স্টাফ রিপোর্টার : চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫জন প্রার্থী।
বুধবার (১৯ জুলাই) দুপুরে শহরের ট্রাকঘাট সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও গ্রহনের লক্ষে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়।
প্রধান নির্বাচন কমিশনার দলিলুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত নিয়ম কানুন এবং সার্বিক শৃঙ্খলার বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেরা সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন।
তিনি নির্বাচনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুর রব ভুঁইয়া, সভাপতি প্রার্থী শাহবুদ্দিন আহমেদ লিটন, মিজানুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভুঁইয়া প্রমূখ।
সহকারী নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম চৌধুরী মিলন, মো. রিপন সরকার ও লিটন বেপারী।
আগামী ২২ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন হবে। ভোটার সংখ্যা হচ্ছে ১৩১জন।