চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সিভিল সার্জনের আয়োজনে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯জুলাই (বুধবার) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সিভিল সার্জনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।