আশিকাটিতে জমির বিরোধে হামলায় ৩ মাসের অন্তঃসত্বাসহ মা-মেয়ে আহত

স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শাহিনা বেগম (৪৫) ও উম্মেহানী (২১) ৩ মাসের অন্তসত্বা তার মেয়ে গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ চাঁদখার বাজার এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শাহিনা বেগম ওই বাড়ির রেজাউল করিমের স্ত্রী ও উন্মে হানি তার মেয়ে।

আহতরা জানান, একই বাড়ির মোফাজ্জল খান ও তার পুত্র মুহসিন এবং দেলোয়ার খান গংদের সাথে বাড়ির বিভিন্ন স্থানের ৬০ শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন যাবতত বিরোধ চলে আসছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার মিলে উভয় পক্ষের সম্মতিক্রমে সার্ভেয়ার দিয়ে বাড়ির মাপঝোপের কাজ শুরু করেন। আহতরা জানান, জমি সার্ভেয়ারের সময় ঘটনার দিন সকালে মোফাজ্জল খান গংরা জোরপূর্বক তাদের পৈত্রিক সম্পত্তির বিভিন্ন গাছ-গাছালি কেটে ফেলেন এবং তাতে বাঁশ দিয়ে বেড়া দেন।

এ সময় তারা তাতে বাঁধা প্রদান করলে মোফাজ্জল খানের পুত্র মহাসিন খান,কাদির খানের পুত্র দেলোয়ার খান, তার ছেলে কাদের খান, ভাগিনা মহিবুল্ল্যাহ, মৃত আসলাম খানের পুত্র মনির খান এবং বহরী গ্রামের মান্নান বকাউলের ছেলে মামুন বকাউলসহ তাদের উপর অতর্কিতভাবে হামলা চালান।

তাদের অভিযোগ এ সময় হামলাকারীরা আহত শাহিনা বেগমকে কিল, লাথি ঘুসিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একই সাথে তার তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে উন্মে হানিকে মারধর করে তার তলপেটে লাথি দিয়ে আঘাত করেন বলেও তাদের অভিযোগ। এতে তার রক্তক্ষরণ হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন।

তারা আরো জানান, এছাড়াও হামলাকারীরা তাদের সাথে থাকা গলার চেইন, কানের দুলসহ অন্যালংকার নিয়ে যান।পরে স্বজনরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মুহসিন খান ও দেলোয়ার খানসহ তাদের পরিবারের লোকজন জানান, তাদের সাথে যে জায়গা নিয়ে আমাদের সমস্যা হয়েছে। আদালতের মামলায় আমরা সেই জায়গার রায় পেয়েছি। কিন্তু সেই জায়গা তারা আমাদেরকে বুঝিয়ে না দেওয়ার কারণে আমরা আমাদের সেই জায়গা বুঝে পাওয়ার জন্য দখলে যাই। তবে তাদের সাথে মারামারি তেমন কোন ঘটনা ঘটেনি।

সম্পর্কিত খবর