চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সমাজসেবা অধিদফতরাধীন শহর সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে “আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা শীর্ষক সেমিনার ও ১২লাখ টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় শহর সমাজসেবা কার্যালয় মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, অনেক টাকা খরচ করে বিদেশে না গিয়ে দেশে থেকে সরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়া যেতে পারে।
সেমিনার শেষে চাঁদপুর রহমতপুর কলোনী মহল্লার ৮ জনকে ৪ লক্ষ, নাজিরপাড়া মহল্লার ৬ জনকে ২ লক্ষ এবং জিটি রোড মহল্লার ১২ জনকে ৬ লক্ষসহ সর্বমোট ২৬ জনকে ১২ লক্ষ টাকা ক্ষুদ্রঋণের চেক হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
শুরুতেই মূল প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক রজত শুভ্র সরকার এতে মূল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান, শহর সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম।
এসময় চাঁদপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের রহমতপুর কলোনী’র ৮ জন, ১২ নম্বর ওয়ার্ড নাজির পাড়া মহল্লার ৬ জন ও ১৫ নম্বর ওয়ার্ড জিটি রোড মহল্লার ১২ জন ক্ষুদ্রঋণগ্রহীতা সেমিনারে অংশ নেন।