চাঁদপুর পৌরসভা বাজেট ঘোষনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা

সাইদ হোসেন অপু চৌধুরী: আজ ১৪ জুলাই শুক্ৰবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকাল ৩ টায় বাজেট চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ-বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে চাঁদপুর পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাজেট অনুষ্ঠান সুন্দর ও সুষ্ট করতে দিকনির্দেশনা বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা, হিসাব রক্ষক কর্মকর্তা মশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াছ, অ্যাড. হেলাল হোসাইন, কাউন্সিলর আব্দুল মালেক শেখ, লতিফ গাজী, মামুনুর রহমান দোলন, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, খায়রুল ইসলাম নয়ন সাইফুল ইসলাম, সোহেল রানা, চাঁন মিয়া মাঝি, সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌসী আক্তার, খালেদা বেগম, আয়েশা রহমান, ফেরদৌসী আক্তার, শাহিনা বেগম, চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক।

উল্লেখ্য: আজ চাঁদপুর পৌরসভার ৭৬ কোটি ৩ লাখ ২৫ হাজার ১৯ টাকার উন্নয়ন বাজেটসহ ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট ঘোষণা করা হবে।

সম্পর্কিত খবর