চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা কাল

চাঁদপুর খবর রির্পোট: আগামীকাল চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হবে।
১৪জুলাই চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকাল ৪টায় চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

আমন্ত্রন পত্রে উল্লেখ করা হয়-ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভা ১শ ২৬ বছর ধরে পৌরবাসীর কল্যাণে নিরলস কাজ করছে। বর্তমানে পৌরসভাটি নাগরিক সেবার মানোন্নয়ন ও সহজীকরণ, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, ইতিহাস-ঐতিহ্য রক্ষা ও নান্দনিক শহর গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। এ স্বপ্ন ও পরিকল্পনাকে ধারণ করে ১৪ জুলাই ২০২৩ শুক্রবার, বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হবে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

সম্পর্কিত খবর