স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পিপি, বীর মক্তিযোদ্ধা মরহুম অ্যাড. মাহবুবুল হক পাটওয়ারীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) বাদ আছর গনি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মরহুমের নিজ বাসভানে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মরহুমের একমাত্র পুত্র জেলা যুব সংহতির আহবায়ক ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
দোয়া পরিচালনা করেন কিতাব উদ্দিন জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাজুল ইসলাম।
প্রসঙ্গত, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জেলা জজ কোর্টের সাবেক পিপি, বীর মক্তিযোদ্ধা মরহুম অ্যাড. মাহবুবুল হক পাটওয়ারী হাজার হাজার নেতা ও কর্মী গড়ার কারিগর ছিলেন। এরশাদ মুক্তি আন্দোলনে যিনি রাজ পথে নেতৃত্ব দিয়ে নেতা কর্মীদের উৎসাহ দিয়েছেন।