চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১০জুলাই (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পুলিশ সুপার চাঁদপুর পুলিশ লাইন্স বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
ফলজ বৃক্ষের চারা রোপণ শেষে পুলিশ সুপার বলেন, বর্ষাকাল বৃক্ষরোপনের সবচেয়ে উপযুক্ত সময়। চাঁদপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।