বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চাঁদপুরে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় চেয়ারম্যান ও লক্ষ্মীপুর আইডিয়েল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন এ কমিটি অনুমোদন করেন।

কমিটির আহ্বায়ক চাঁদপুর আল-আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুম, সদস্য সচিব হাজীগঞ্জ আল জাবের ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও মহা পরিচালক মুফতি এবিএম জাবের হোসাইন, যুগ্ম আহ্বায়ক দোয়ালিয়া তা’লিমুল কুরআন নুরানি দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব হাজীগঞ্জ আল কোরআন একাডেমির পরিচালক মাওলানা হাফিজ আহমেদ আনসারী ও প্রচার সম্পাদক ইসলামকি রিচার্চ ইনস্টিটিউট চাঁদপুর এর পরিচালক আহমাদুল্লাহ।

“মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সম্মানীত আলেম সমাজের মধ্যে ঐক্যের দূর্ভেদ্য প্রাচীর গড়ে তোলা এবং তাদের যোগ্যতা ও দক্ষতায় পরচালিত সর্বস্তরের প্রইভেট মাদরাসা সমূহের পারস্পরিক সহযোগীতা সহমর্মিতা ও সুষ্ঠু পরমর্শের সমন্বয়ে দ্বীনি শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখা” হলো এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও অফিস সম্পাদক মাওলানা আবু জাফর মোঃ সালেহ, লক্ষীপুর জেলা সেক্রেটারী মাওলানা হাসান তারিক প্রমুখ।

সম্পর্কিত খবর