আলগি ইউনিয়নে পূর্বের শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় আহত ২

স্টাফ রিপোর্টার: হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে সন্ত্রাসীদের হামলায় আহত ২ জন চাঁদপুর সদর ২৫০সয্য জেনারেল হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন । আহত হলেন যারা মোঃ তাজুল মোল্লার ছেলে মোঃ ইউসুফ মোল্লা ( ৪২) ও তার স্ত্রী বিলকিস বেগম (৩৫) তাদের রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

জানা যায় গত ৩ জুলাই সোমবার প্রায় ২ টা ৩০ মিনিটের সময় পূর্বের শত্রুতা ও জাগা জমিনের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলায় আহত করে সন্ত্রাসীরা ।

যারা অসহায় পরিবারের উপর দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে তারা হলেন একই এলাকার গাজী বাড়ির মৃত খালেক গাজীর ছেলে মোহাম্মদ আবুল গাজী (৪৫) ও সৈয়দ আহমেদ গাজী (৪৭ ) খাজা আহমেদ গাজী (৬০) ছেলে শাহিন গাজী (২৫) ও সাইফুল ইসলাম (২৩) শাহজাহানের ছেলে রনি ( ২২)।সহ প্রায় ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং

সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে গুরুত্ব আহত করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আহত  ইউসুফ মোল্লা জানান গাছের চারা রোপন কেন্দ্র করে পূর্বের শত্রুতা জায়গা জমি জের ধরে উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার ঠোঁটের তুই বাঘ হয়ে যায় নাকে মুখে ব্লাড থামিয়ে রাখতে পারেনি ৫টি সেলাই করেছে ডাক্তার আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরি এবং চিৎকার দেলে সে সময় কে বা কারা আমাকে এনে হাসপাতালে ভর্তি করেছে আমি জানিনা ঘটনার সময় আমার স্ত্রী এগিয়ে আসলে তাকেও বেদম প্রহর করে আহত করে পরনের কাপড়টিও চিরে পেলে অশ্রীলতা হানি করে ।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক পুলিশ সুপার বিষয়টি নজর দিবেন এবং আমি যেন সঠিক বিচার পাই। এদিকে এলাকাবাসী অনেকেই জানিয়েছেন অসহায় ইউসুফ মোল্লাকে অন্যায় ভাবে আঘাত করা হয়েছে এর সঠিক বিচার প্রশাসনের কাছ থেকে তিনি যেন পায় । আহত ভুক্তভোগী পরিবার এ বিষয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করবেন বলে জানাজায়।

সম্পর্কিত খবর