স্টাফ রিপোর্টার :যে কোনো প্রাকৃতিক দুর্যোগসহ ঈদ উৎসবগুলোতে একেবারে প্রান্তিক গরীব ও অসহায় মানুষের জন্য খাবারসহ আর্থিক সহায়তা নিয়ে সব সময় পাশে থাকেন দেশের সবার শীর্ষে থাকা শ্রেষ্ঠ করদাতা, চাঁদপুরের কৃতি সন্তান, পুরান ঢাকার প্রবীণ ব্যবসায়ী হাজী মোহাম্মদ কাউছ মিয়া। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।
নদী ভাঙনের শিকার অসহায় হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে পশু কোরবানি দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টি ও গরীব দুঃখী মানুষের জন্য প্রতিবছরই গরু কোরবানি দিয়ে আসছেন গরিবের বন্ধু খ্যাত হাজী মোঃ কাউছ মিয়া।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরে এবার ২৫টি গরু কোরবানি দেন তিনি। একই সঙ্গে ঢাকাতেও অনেকগুলো পশু কোরবানি দিয়েছেন কাউছ মিয়া।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার তরপুরড়ী আনন্দবাজারে ৫টি, শহরের বড় স্টেশন লঞ্চঘাট মাদরাসা রোডে ৮টি, রাজরাজেশ্বর চরে ১০টি, তার নানা মরহুম জমিদার আলহাজ্ব মৌলভী আব্দুস সালাম সাহেবের বাড়ি পুরানবাজারে ২টি গরু কোরবানি দেন।