শাহতলী কামিল মাদরাসায় কোরবানির চামড়া ডাকের মাধ্যমে বিক্রি সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং এ কোরবানীর চামড়া প্রকাশ্যে খোলা ডাকে বিক্রয় করা হয়েছে।

২৯জুন (বৃহস্পতিবার) ঈদ-উল-আযহার দিন সন্ধ্যায় মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় প্রকাশ্যে ডাক (নিলাম) অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সহ-সভাপতি সাংবাদিক।সোহেল রুশদী বলেন, মাদ্রাসায় চামড়া দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আগামীতে এর ধারা অব্যাহত রাখতে হবে। আপনাদের সকলের সহযোগিতায় মাদরাসাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, এলাকার মানুষ প্রচুর চামড়া মাদরাসার লিল্লাহ বোডিংয়ে দান করছে। কিন্তু আমরা মাদরাসা কর্তৃপক্ষ আশানুরুপ দাম পাচ্ছি না। সরকারের নিকট আকুল আবেদন চামড়ার নির্ধারিত মূল্য যাতে পেতে পারি তার উদ্যোগ নিবেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, কৃষি ব্যাংক কর্মকর্তা নওসুদ মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী,

৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী), অভিভাবক মো: কামাল খান, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ রানা সরকার, মাদরাসার অফিস সহকারী মো: রিয়াদ হোসেন মিজি, অফিস সহকারী মো: শরীফ খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন দৈনিক চাঁদপুর খবরকে জানান, লিল্লাহ বোডিং এর জন্য মোট গরুর চামড়া কালেকশন হয় ১৮৯টি, ছাগলের চামড়া ৩০টা কালেকশন করা হয়। এসময় প্রকাশ্য ডাক(নিলাম) এর মাধ্যমে ১৮৯টি গরুর চামড়া ১লক্ষ ৩হাজার ৫শ টাকা বিক্রয় করা হয়।

সম্পর্কিত খবর