প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষামন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মন্ত্রীর পক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক ও মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নুর খান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপ প্রমূখ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা পৃথক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সম্পর্কিত খবর