চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে চাঁদপুর পৌরসভার আক্কাস আলী স্কুলের আশেপাশে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্টে ১মাদক ব্যবসায়ীকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ।
গতকাণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ।
এসময় ৬পিস ইয়াবাসত মামুন বেপারী, পিতাঃ আলী হোসেন বেপারীকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবন ও বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯(১) গ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৩৬(১) এর ১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০টাকা করে নগদ অর্থ দন্ড প্রদান করেন চাঁদপুর সদর এসিল্যান্ড মো: হেদায়েত উল্ল্যাহ।
অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের ইন্সপেক্টর সেন্টু শীল উপস্থিত ছিলেন।