চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল টানা দশদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
এখন তিনি অনেকটাই সুস্থ। তবে যেহেতু তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে, তাই তাঁকে আরো বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ।
মেয়র জিল্লুর রহমান জুয়েল এক প্রতিক্রিয়ায় প্রথমে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
একইসাথে তিনি তার এই অসুস্থতার সময় যাঁরা তার পাশে ছিলেন, তার জন্য দোয়া করেছেন, তার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তাঁর অসুস্থতা সত্ত্বেও মেয়রকে দেখতে আসায় তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
একই সাথে দলীয় নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা, বন্ধুমহল, পৌর কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণ যাঁরা প্রতিদিন তাঁর খোঁজ খবর নিয়েছেন, তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, অনেকে হাসপাতালে নির্ঘুম রাত কাটিয়েছেন তাঁদের প্রতি মেয়র জিল্লুর রহমান জুয়েল অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, আমি সাধারণ মানুষের ভালোবাসায় অভিভূত। আমি তাঁদের কাছে ঋণী হয়ে রইলাম।