চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১জুন চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম।(বার)।
পুলিশ সুপার ও সহকর্মীদের বক্তব্যে জেলা পুলিশ চাঁদপুরে অতিবাহিত সময়কালে বিদায়ী অতিথির প্রতিশ্রুতিশীল, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন অফিসার হিসেবে আলোচিত হন।
এসময় বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথকে সম্মাননাসূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএ (বার)।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।