স্টাফ রিপোর্টার :চাঁদপুর জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ২০ জুন বিএনপির কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ১৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় জননেতা তানভীর হুদা কে।
সে চাঁদপুর-২ আসনের সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা
কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদার ছেলে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চাঁদপুর-২ আসনের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত তানভীর হুদা।
তানভীর হুদা বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ছোট বেলায় বাবার কাছে রাজনীতি শিখেছি। আমি শহীদ জিয়ার আর্দশের সৈনিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার আর্দশের অনুসারী। আমাকে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই যাতে সারা জীবন মানুষের সেবা করে যেতে পাড়ি।
উল্লেখ্য, এই কমিটির সভাপতি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক সলিমউল্লাহ সেলিম।