চাঁদপুর খবর রির্পোট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২জুন (সোমবার) চাঁদপুর জেলা স্টেডিয়ামে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ট্রপি তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সহ অন্যান্যরা।
টুর্নামেন্টের শেষ দিনে চাঁদপুর সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মতলব সরকারি ডিগ্রী কলেজ।