স্টাফ রিপোর্টার: আজ ১০ জুন শনিবার বিকেলে চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক নাসরীন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত অন্যতম প্রধান কবি জাহিদুল হক।
সম্মানিত অতিথি থাকবেন কবি আশরাফ আহমদ। বিশেষ অতিথি থাকবেন কবি জামশেদ ওয়াজেদ ও গণমাধ্যমকর্মী ফারুক আহমদ।
বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেয়া হবে দোনাগাজী পদক। তারা হলেন ২০২২-এ কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য, চর্যাগীতিতে শামসুল হুদা।
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।